Breaking News
Home / বিনোদন / সাবেক দুই স্ত্রীর সঙ্গে সপ্তাহে একদিন দেখা করেন আমির

সাবেক দুই স্ত্রীর সঙ্গে সপ্তাহে একদিন দেখা করেন আমির

রুপালি পর্দায় তিনি নিখুঁত। নিজের চরিত্রকে বাস্তব করে তুলতে সর্বোচ্চ চেষ্টা করে থাকেন।

সাফল্যও দেখার মতো। তবে ব্যক্তিজীবনে সংসার ও প্রেম নিয়ে দুই দুইবার হোচট খেয়েছেন আমির খান। ভালোবেসে বাঁধা দুটি সংসারই ভেঙে গেছে আমিরের ।

তবে এখনো প্রাক্তন স্ত্রীদের সঙ্গে রয়েছে তার অটুট সম্পর্ক। এমনটিই জানিয়েছেন এই অভিনেতা।সম্প্রতি কফি উইথ করণ জোহর আড্ডায় আমির খান আর কারিনা কাপুর ছিলেন এ পর্বে।

‘লাল সিং চাড্ডা‘য় পর্দার দাম্পত্যের কথা নিয়ে হাসি-ঠাট্টার ফাঁকে ব্যক্তিগত জীবনের কথাও উঠে আসে। প্রসঙ্গক্রমে আসে প্রাক্তন দুই স্ত্রী কিরণ ও রীনা দত্তের কথাও।

আমির খান বলেন, ‘যতই ব্যস্ততা থাকুক, প্রতি সপ্তাহে আমাদের সবার সঙ্গে দেখা হয়, কথা হয়। আমরা আজও পরিবারের মতো।‘

অনুষ্ঠানে প্রাক্তন স্ত্রী রীনা দত্ত এবং কিরণ রাওয়ের সঙ্গে সম্পর্কের কথা বলতে গিয়ে আমির খান বলেন, ‘আমরা সবাই সপ্তাহে একবার একত্রিত হই। একে অপরের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা ও যত্ন আজও অটুক। আমরা এখন আরও বড় পরিবার।’

About admin

Check Also

কবিতা ভাবী পুরুষদের শরীরে উত্তেজনার ঝড় তুলেছে, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না এই ওয়েব সিরিজ

লকডাউন চলাকালী সিনেমা জগতে যে ভাটা এসেছিল তা অস্বীকার করার জায়গা নেই। বন্ধ হয়েছিল প্রেক্ষাগৃহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *